মুন্সিগঞ্জ, ৫ ডিসেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মুুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস ও তার সহধর্মিণী নিলিমা দাসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে বীর মুক্তিযোদ্ধা জালাল কমিশনার স্মৃতি ফাউন্ডেশন ও পাঠাগার।
শনিবার (৫ ডিসেম্বর) মুন্সিগঞ্জ পৌরসভার হাটলক্ষীগঞ্জ এলাকায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম মাওলা তপন, সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান শরিফ, জেলা পরিষদের সদস্য গোলাম রসুল সিরাজী রোমান, জেলা পরিষদের সদস্য আরিফুর রহমান, পৌর কাউন্সিলর আব্দুল মান্নান দর্পণ, পৌর কাউন্সিলর জাকির হোসেন, পৌর কাউন্সিলর মকবুল হোসেন, মহিলা কাউন্সিলর নার্গিস আক্তার, বাংলাদেশ ছাত্রলীগের উপ আইন বিষয়ক সম্পাদক আপন দাস, জাতীয় শ্রমিক লীগ শিল্পায়ন আঞ্চলিক শাখার সভাপতি আবুল কাশেম, মুুন্সিগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম পলাশ, জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক শিহাব আহমেদ, ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক হাসিব মো: রাফিউ, হাটলক্ষীগঞ্জ পঞ্চায়েত কমিটির সভাপতি আলাউদ্দিন সাহেব, পৌর শ্রমিক লীগ সভাপতি আওলাদ হোসেন, মহিলা লীগ নেত্রী কমলা বেগম,পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সাজু দেওয়ান, বিশিষ্ট সমাজসেবক আব্দুর জব্বার প্রমুখ।