২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | সন্ধ্যা ৬:১১
সাংসদ মৃণাল কান্তি দাসের জন্য সাবেক ও বর্তমান ছাত্রলীগের দোয়া
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৫ ডিসেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মুুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস ও তার সহধর্মিণী নিলিমা দাসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীরা।

শনিবার (৫ ডিসেম্বর) ঐতিহ্যবাহী সরকারি হরগঙ্গা কলেজের জামতলায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম মাওলা তপন, সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান শরিফ, জেলা পরিষদের সদস্য গোলাম রসুল সিরাজী রোমান, জেলা পরিষদের সদস্য আরিফুর রহমান পৌর কাউন্সিলর আব্দুল মান্নান দর্পণ, জাকির হোসেন, মকবুল হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের উপ আইন বিষয়ক সম্পাদক আপন দাস, মুুন্সিগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম পলাশ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য আবুবকর সিদ্দিক মিথুন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি আই এইচ শান্তনুর, সহ সভাপতি মাকসুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান সিজু, জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক শিহাব আহমেদ, ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক হাসিব মো: রাফিউ, সরকারি হরগঙ্গা কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো: রাব্বি, ছাত্রলীগ নেতা তওহিদুল ইসলাম সিয়াম প্রমুখ।