১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ১:২৫
সহিংসতার মামলায় তরুণলীগ সভাপতি মিদূলের জামিন
খবরটি শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদকঃ (অামার বিক্রমপুর) মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউপি নির্বাচন পূর্ব-সহিংসতার একটি মামলায় অাজ জামিন পেয়েছেন জেলা তরুণলীগের সভাপতি মিদূল দেওয়ান।

বেলা সাড়ে ১১টা’র দিকে বিচারক উমা রানী দাস গুরুতর অাহত অবস্থা অামলে নিয়ে তার জামিন অাবেদন মঞ্জুর করেন।

গত ১২এপ্রিল মুক্তারপুরে সন্ত্রাসী হামলায় গুরুতর অাহত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন ছিলেন তিনি।

অাদালত প্রাঙ্গনে মিদূল দেওয়ান উপস্থিত হলে স্থানীয় অাওয়ামীলীগ তরুণলীগের নেতা-কর্মীরা জড়ো হন। পরে জামিনের খবরে তারা অানন্দ-উল্লাস করতে দেখা যায়।

উন্নত চিকিৎসার জন্য মিদূল দেওয়ানের অাবারও হাসপাতালে ফিরে যাওয়ার কথা রয়েছে।

error: দুঃখিত!