১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ১২:০৭
Search
Close this search box.
Search
Close this search box.
সড়ক দুর্ঘটনায় প্রেমিকার মৃত্যু, প্রাণ বাঁচাতে আত্মগোপনে প্রেমিক
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১০ জুলাই ২০২২,  নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরে সড়ক দুর্ঘটনায় মারিয়া আক্তার নামে এক তরুণীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত যুবক মো. মোর্শেদকে খুঁজছে পরিবার।

অভিযুক্ত মোর্শেদ মিরকাদিম পৌরসভার দক্ষিণ কাজী কসবা এলাকার মঞ্জু মুন্সীর ছেলে মো. মোর্শেদ।

জানা যায়, ২০১৭ সালে দশম শ্রেণীতে পড়ুয়া অবস্থায় মোর্শেদের সাথে প্রতিবেশী শহিদুল ইসলামের মেয়ে সামিয়া আক্তারের প্রেমের সম্পর্ক হয়। কিন্তু মেয়ের পরিবার তাদের প্রেম-ভালোবাসার বিষয়টি মেনে নিতে পারেনি। এ নিয়ে জানাজানি হলে মেয়ের পক্ষের লোকজন মোর্শেদকে সামিয়ার জীবন থেকে সরে যেতে বিভিন্ন হুমকি-ধমকি দিতে থাকে। কিন্তু মোর্শেদ তা সত্ত্বেও সামিয়ার সাথে সম্পর্ক চালিয়ে যায়। এর ধারাবাহিকতায় ২০১৯ সালে একদিন মোর্শেদ-সামিয়া ঘুরতে বের হলে সামিয়ার বড় ভাই তাদের একত্রে দেখে ফেলে। এসময় সামিয়ার বড় ভাই মোর্শেদকে ব্যাপক মারধর করে বোনকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। মোর্শেদকে আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়।

এরপরও মোর্শেদ সামিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ রাখে এবং মাঝে মাঝে লুকিয়ে দেখা সাক্ষাৎ করে। একপর্যায়ে মোর্শেদ-সামিয়াকে একত্রে পরিচিত লোকজন দেখে সামিয়ার বাবাকে জানায়। তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোর্শেদকে মেরে ফেলার হুমকি-ধমকি দেয়।

২০২১ সালের ডিসেম্বরে মোর্শেদ-সামিয়া পালিয়ে বিয়ে করার পরিকল্পনা করে। সে অনুযায়ী উভয়ে একত্রে বাসা থেকে পালানোর সময় মারাত্মক সড়ক দূর্ঘটনার শিকার হন। দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়ে হাসপাতালে সামিয়া আক্তার মারা যান। এ ঘটনার পেছনে মোর্শেদকেই দায়ী বলে মনে করে সামিয়ার পরিবার। তাই মোর্শেদকে হন্য হয়ে খুঁজছে পরিবার।

error: দুঃখিত!