২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ২:৩৮
সংরক্ষিত মহিলা আসনের এমপি হচ্ছেন চৌধুরি ফাহরিয়া আফরিন?
খবরটি শেয়ার করুন:

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন দেওয়ার কাজও শুরু হয়েছে। সংরক্ষিত আসনে এবার ভাগ্যের দরজা খুলছে মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র হাজ্বী মোহাম্মদ ফয়সাল বিপ্লব এর স্ত্রী চৌধুরী ফাহরিয়া আফরিনের।

৩০ ডিসেম্বরের নির্বাচনে দলের প্রার্থীর বিরুদ্ধে প্রতীক নিয়ে নির্বাচনে নামলেও শেষ পর্যন্ত দলীয় হাইকমান্ডের নির্দেশে নির্বাচনের সকল কার্যক্রম থেকে সরে যান ফাহরিয়া আফরিন।

মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান এর পুত্র মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লব এর সহধর্মীনি চৌধুরী ফাহরিয়া আফরিন এবারের সংরক্ষিত নারী সংসদ সদস্যের তালিকাভুক্ত হয়েছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য ও দলটির প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক জানান, সংরক্ষিত মহিলা আসনে যোগ্যতম প্রার্থী অনুসন্ধান করা হচ্ছে। যারা দলের ও সরকারের দুর্দিনে ত্যাগ স্বীকার করেছেন, বিভিন্ন কাজে অবদান রেখেছেন, দলের ও দলের সহযোগী সংগঠনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন- এমন জনপ্রিয় নেত্রীরা আওয়ামী লীগের মনোনয়ন পাবেন। নেত্রী (শেখ হাসিনা) এমন গুণসম্পন্ন কর্মীর তালিকা তৈরি করছেন।

দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যদের যোগদান নিশ্চিত করতে চায় আওয়ামী লীগ। যার কারণে ইতিমধ্যে সংরক্ষিত আসনে মনোনয়ন নিয়ে তোড়জোড় শুরু করেছে দলটি।

এ ব্যাপারে আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা জানান, দশম জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য, সাবেক ছাত্রনেত্রী, শিক্ষক, উদ্যোক্তা, অভিনেত্রী, শিল্পী, ব্যবসায়ী, দলের জন্য নিবেদিত অন্যান্য কর্মী বিশেষ করে মহিলা লীগ, যুব মহিলা লীগ নেত্রীদের মধ্য থেকে নাম সংগ্রহ করছে আওয়ামী লীগ।

সংসদ সচিবালয় সূত্রমতে, ৭ জানুয়ারি (সোমবার) মন্ত্রিপরিষদ সদস্যদের শপথের ১৫ দিন পর অর্থাৎ ২২ জানুয়ারি নতুন সংসদের প্রথম অধিবেশন বসতে পারে। সে হিসেবে সব প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন ২০১৪ সালের ২৯ জানুয়ারি শুরু হয়ে শেষ হয় ৯ এপ্রিল। ২০ মার্চ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংরক্ষিত আসনের এমপিদের গেজেট প্রকাশ করা হয়। ২৩ মার্চ সকালে শপথ নিয়ে বিকালে তারা যোগ দেন অধিবেশনে।

error: দুঃখিত!