শ্রীনগর হানাদার মুক্ত দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দিবসটি উপলক্ষে স্থানীয় মুক্তিযোদ্ধা ও সকল শ্রেণী পেশার মানুষের অংশ গ্রহনে শ্রীনগর স্টেডিয়াম থেকে একটি র্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ রাস্তাগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।
পরে বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা’র সভাপতিত্বে স্মৃতিচারণ আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান, ড. মোফাজ্জল হোসেন মঞ্জু, জেলা পরিষদের সদস্য মোঃ ইকবাল হোসেন মাষ্টার, মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীন, মোঃ ইস্রাফিল খান, আনিছুল ইসলাম তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত সিকদার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ১৯৭১ সালের আগস্ট মাসে অবিরাম আক্রমণ এবং ধারাবাহিক যুদ্ধের প্রক্রিয়ায় শ্রীনগরের পাকবাহিনী কোণঠাসা হয়ে পড়ে। পাকিস্তানি বাহিনী শ্রীনগরে যে ঘাটি গড়েছিল ১৯৭১ সালের আজকের এই দিনে অর্থাৎ ১৭ নভেম্বর তা গুটিয়ে নিতে বাধ্য হয়। পাকবাহিনী পালিয়ে যাওয়ার সময় বীর মুক্তিযোদ্ধারা পাক সেনাদের উপরে আক্রমন চালিয়ে তাদের অনেককেই হত্যা করেন।
এসময় দিশেহারা হয়ে পাকবাহিনীর অনেক সেনা পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণও তাদের লাঠি দিয়ে পিটিয়ে মারেন। সার্বিক অর্থে এটা ছিল মহান গনযুদ্ধ। মুক্তিযুদ্ধ ও সামরিক বিজ্ঞানের ইতিহাসে শ্রীনগরের গণযুদ্ধ সমুজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।