২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৭:৩৬
শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
খবরটি শেয়ার করুন:

শ্রীনগর বাজারে অগ্নিকাণ্ড ঘটেছে।

বৃহস্পতিবার দুপুরে সংঘটিত এ অগ্নিকাণ্ডে বাজারের ১৬ টি দোকান ছাই হয়ে গেছে।

ফায়ার সার্ভিসের এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো.দিপু জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

জানা গেছে, মুহূর্তের মধ্যেই বাজারের মাছ পট্টি সংলগ্ন একটি বেকারি, পোলট্রি মুরগি, লাকড়ির দোকান ও মুদি মালের গোডাউনসহ প্রায় ১৬ টি দোকান পুড়ে গেছে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।

তবে ক্ষতির পরিমাণ দেড় কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে ধারনা করা হচ্ছে।

error: দুঃখিত!