১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সন্ধ্যা ৬:২৪
শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই অর্ধশতাধিক দোকান
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৬ মে ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী শ্রীনগর বাজারে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বাজারের মূল অংশে, বিশেষ করে কাপড় পট্টি, বানিয়া পট্টি ও মুরগি পট্টি নামে পরিচিত তিনটি গলিতে। এতে অর্ধশতাধিকেরও বেশি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, আগুনের খবর পেয়ে রাত ২টার কিছু পর ঘটনাস্থলে পৌঁছান তারা। পরে মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। টানা তিন ঘণ্টার চেষ্টার পর ভোর ৫টার দিকে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি গলিতে আগুন নিয়ন্ত্রণে এলেও অন্য গলিতে তা আবার নতুন করে তীব্র হয়ে উঠছিল। ফলে পরিস্থিতি সামাল দিতে ফায়ার সার্ভিসকে হিমশিম খেতে হয়। তবে ফায়ার সার্ভিসের দক্ষতা ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুন নেভানোর কাজে স্থানীয় পুলিশ ও দোকানদাররাও সহায়তা করেছেন।

এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট সূত্রপাত জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত ৫০টিরও বেশি কাপড়, মুদিখানা ও মুরগির দোকান এই অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে।

এই অগ্নিকাণ্ডে শ্রীনগর বাজারের ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন। কান্না, হতাশা ও আতঙ্কে ভারী হয়ে উঠেছে পুরো বাজার এলাকার পরিবেশ।

এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে, এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে বলে জানান শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন।