২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৩:৫৩
শ্রীনগর উপজেলা নির্বাচন; দেখে নিন কোন পদে কতজন মনোনয়ন জমা দিলেন
খবরটি শেয়ার করুন:

আরিফ হোসেনঃ শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে চেয়ারম্যান পদে ৫ ভাইস চেয়ারম্যান পদে ৬ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সোমবার বিকাল ৪টা পর্যন্ত শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলামের কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি নুরল আলম চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগ উপ কমিটির সাবেক সহ সম্পাদক গোলাম সারোয়ার কবির, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ¦ সেলিম আহমেদ ভূইয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান আওলাদ হোসেন, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, মোকলেছুর রহমান, আজিজুল ইসলাম, ফিরুজ আল মামুন, নেছারউল্লাহ সুজন, সেলিম তালুকদার, আজিম হোসেন খান প্রমুখ।

একই পদে বিদ্রোহী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের তৃণমুলের ভোটে মনোনয়ন প্রত্যাশী হিসাবে বিজয়ী মুন্সিগঞ্জ জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মসিউর রহমান মামুন। প্রায় সহ¯্রাধিক নেতাকর্মী নিয়ে তিনি উপজেলা চত্তরে জড়ো হন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন, জেলা যুবলীগের সহ সভাপতি স্বপন রায়, হাঁসাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব, তন্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আকবর প্রমুখ।

কেন্দ্রীয় যুবলীগ নেতা ও গত ২ বারের বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচনে পরাজিত হয়ে এবারও বিদ্রোহী প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় যুবলীগ নেতা মোঃ জাকির হোসেন। এসময় তার সাথে ঘোলঘর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবেন্দ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থীর হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন শহিদুল ইসলাম একুল খান। তিনি তৃণমূলের ভোটে দলীয় প্রার্থী নির্বাচনের ভোটে সর্বনিন্ম ২ ভোট পেয়েছিলেন।

বিকল্পধারা থেকে এই পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন রাঢ়িখাল ইউনিয়নের হাতারপাড়া গ্রামের হাফিজুর রহমান ঝাণ্টু।

ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃণমুলের ভোটে বিজয়ী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান জিঠু,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত শিকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক শেখ মোঃ আলমগীর হোসেন, সিরাজুল ইসলাম।

বিকল্পধারা থেকে এই পদে প্রার্থী হয়েছেন জাহাঙ্গীর আলম নিশি ও নুর হোসেন সুমন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে প্রার্থী হয়েছেন তৃণমূলের ভোটে বিজয়ী রেহানা বেগম, মর্জিনা বেগম মুন্নী ও আখি শাহিন ।

অপরদিকে এই পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও মুন্সিগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা বেগম।

error: দুঃখিত!