৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১২:৪২
শ্রীনগরে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় মেরিন খান (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার উত্তর রাঢ়িখাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মেরিন উত্তর রাঢ়িখাল এলাকার মৃত তোফাজ্জল খানের ছেলে। তিনি ঢাকায় কাপড়ের দোকানে সেলসম্যানের চাকরি করতেন।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদুর রহমান জানান, সন্ধ্যায় স্থায়ীয়রা রাঢ়িখাল এলাকার কচিদের বাগান বাড়িতে আহত অবস্থায় দেখতে পায় মেরিনকে। এ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ সোমবার (৬ ফেব্রুয়ারি) মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলেও জানান তিনি।

error: দুঃখিত!