২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ১০:৪৭
শ্রীনগরে মিষ্টির দোকান ও গ্যাস সিলিন্ডার বিক্রয়কারী প্রতিষ্ঠানকে জরিমানা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৭ জানুয়ারি, ২০২০, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে ২টি মিষ্টির দোকান ও ১টি এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রয়কারী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে মোবাইল কোর্ট।

সোমবার দুপুরে উপজেলার শ্রীনগর-ভাগ্যকুল সড়কের এম রহমান মার্কেট সংলগ্ন এলাকার আনন্দ সুইটমিটের মালিক সমর চন্দ্র দাসকে ৭ হাজার টাকা ও লক্ষী নারায়ণ মিষ্টির দোকান মালিক মিঠু চন্দ্র বর্মনকে ১০ হাজার টাকা জরিমান করা হয়।

ময়লা আবর্জনা ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করে আসছিলো তারা।

অন্যদিকে অবৈধভাবে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে মারুফা ট্রেডার্সের মালিক ফকির মাসুদকে ২ হাজার টাকা জরিমান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোসাম্মৎ রহিমা আক্তার বলেন, খাবারে ভেজাল ও নোংরা পরিবেশে খাবার সামগ্রী রাখা, ওজনে কম দেয়ার দায়ে দুইটি মিষ্টির দোকান এবং মেয়াদ উর্ত্তীন ও ঝুকিপূর্ণ এলপিজি গ্যাস সিলিন্ডার অবৈধভাবে বিক্রির দায়ে একজনকে আর্থিক জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার আইন ২০০৯ এবং অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন ২০০৩ অনুযায়ী ওই তিন ব্যবসা প্রতিষ্ঠান মালিদের মোট ১৭ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।

এ বিষয়ে ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত থাকবে। তবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার খবর পেয়ে অনেক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তারাহুরো করে দোকান বন্ধ করে সটকে পড়েন।

এ সময় উপস্থিত ছিলেন, শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন, সেনেটারী ইন্সপেক্টর মিলী বেগম, শ্রীনগর থানার এসআই মোঃ কাদির প্রমুখ।

error: দুঃখিত!