শ্রীনগরে ভ্রাম্যমান আদালতে ১০ জনকে জরিমানা
মুন্সিগঞ্জ, ২২ এপ্রিল, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জের শ্রীনগরে আইন অমান্য করায় ভ্রাম্যমান আদালত ১০জনকে ৪ হাজার ৩শ টাকা জরিমানা করেছে। গতকাল বুধবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বালাশুর বাসস্ট্যান্ডে ভ্রাম্যমান আদালতের বিচারক শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রণব কুমার ঘোষ এই রায় দেন। করোনা মহামারির দ্বিতীয় ঢেউ চলছে। তাই দেশব্যাপী চলমান লকডাউনে যানবাহন চলাচলে কড়াকড়ি আরোপ করেছে সরকার। এর প্রেক্ষিতে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ ঐ এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।
12
মুন্সিগঞ্জ, ২২ এপ্রিল, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে আইন অমান্য করায় ভ্রাম্যমান আদালত ১০জনকে ৪ হাজার ৩শ টাকা জরিমানা করেছে।
গতকাল বুধবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বালাশুর বাসস্ট্যান্ডে ভ্রাম্যমান আদালতের বিচারক শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রণব কুমার ঘোষ এই রায় দেন।
করোনা মহামারির দ্বিতীয় ঢেউ চলছে। তাই দেশব্যাপী চলমান লকডাউনে যানবাহন চলাচলে কড়াকড়ি আরোপ করেছে সরকার। এর প্রেক্ষিতে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ ঐ এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।


