১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | রাত ৮:২১
শ্রীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারেন্ট জাল জব্দ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৬ সেপ্টেম্বর, ২০২০, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

বুধবার সকালে শ্রীনগর বাজারের মুরগী ও কবুতর হাটায় এই ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কেয়া দেবনাথ।

জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের শ্রীনগর বাজারে অবৈধ এসব কারেন্ট জাল বিক্রি করার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে অসাধু বিক্রেতারা জাল ফেলে সটকে পরে। এ সময় ১ লাখ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে এসব অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক, ক্ষেত্র সহকারী জলি আক্তারসহ পুলিশ সদস্য বৃন্দ।

error: দুঃখিত!