২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৮:৩৭
শ্রীনগরে ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপির প্রার্থীকে পেটালেন আওয়ামী লীগ সমর্থকরা
খবরটি শেয়ার করুন:

শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের কয়কীর্তন এলাকায় ইউপি নির্বাচনের ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হাজী মো. রতনকে পেটালেন আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা। এ সময় অন্তত ৬ জন আহত হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মো. মহিউদ্দিন (২৫), মোশারফ (২৮), জুয়েল (২৫), মামুনুল (৩৫), সৈকত (১৮)। আহত অবস্থায় বিএনপির চেয়ারম্যান প্রার্থীসহ সবাইকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত বিএনপির চেয়ারম্যান প্রার্থী হাজী মো. রতন অভিযোগ করেন- দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে বের হলে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মামুনের নেতৃত্বে ১৫-১৬ জনের বাহিনী হামলা চালায়। এ সময় বিএনপির কর্মী-সমর্থকদের আ.লীগ প্রার্থীর লোকজন মারধর করে।

এব্যাপারে জেলা পুলিশ লৌহজং সার্কেলের এএসপি শামসুজ্জামান বাবু জানান, হামলার ঘটনা শুনতে পেয়েছি। লিখিত কোন অভিযোগ পাইনি। উল্লেখ্য, আগামী ৩১ মার্চ দ্বিতীয় ধাপে শ্যামসিদ্ধিসহ শ্রীনগর উপজেলার ১৪ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

error: দুঃখিত!