মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ক্ষুদ্র ব্যবসায়ী আলমগীর বয়াতী (৪৮) কে শ্বাষরোধ করে হত্যার ঘটনায় মূলহোতাকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
সোমবার বিকাল চারটায় এক প্রেস ব্রিফিংয়ে র্যাব-১১ ভাগ্যকূল ক্যাম্প কমান্ডার মো. আম্মান হোসেন জানান, মোবাইল ফোন কল লিস্টের সূত্র ধরে দোহার উপজেলার শিমুলিয়া এলাকা থেকে হত্যাকান্ডের মূলহোতা আশরাফুল (৩২) কে গ্রেপ্তার করা হয়। এসময় র্যাব তার কাছে থেকে নিহতের ব্যবহৃত নকিয়া মোবাইল ফোন সেটটি উদ্ধার করে। গত শনিবার সকাল ৯টার দিকে উপজেলার বালাশুর শিশুসদনের পাশের একটি কলাবাগান থেকে আলামগীরর বয়াতী (৪৮) নামে ওই ব্যবসায়ীর লাশটি উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত আশরাফুলের স্বীকারোক্তি অনুযায়ী র্যাব জানায়, আশরাফুলের বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলার জঙ্গিকান্দি গ্রামে। সে পেশায় একজন রিক্সা চোর ও রিক্সা চালক।
গত শুক্রবার রাত আটটার দিকে বালাসুর বাজারের মুদি দোকানি আলমগীর বয়াতী উত্তর বালাসুর নিজ বাড়ীতে ফেরার পথে আশ্রাফুল তার আরো দু সঙ্গীকে নিয়ে আলমগীর বয়াতীকে নিয়ে খুন করে। এঘটনায় আলমগীর বয়াতীর স্ত্রী রাণী বেগম বাদী হয়ে শ্রীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এর পরই মাঠে নামে র্যাব। র্যাবে-১১ এর ২০ জনের একটি টিম টানা দুই দিন চেষ্টা করে হত্যা কান্ডের মূল হোতাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।