মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘরা এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঘরা মদিনাতুল উলুম মডেল মাদ্রাসায় অভিযান চালিয়ে পুলিশ একটি বিদেশী পিস্তল, একটি রিভলভার ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে।
এ সময় মো: রাসেল হাওলাদার (২২) ও মো: শেখ সজীব (২১) নামে স্থানীয় তাজুল বাহিনীর দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।
এএসপি সামসুজ্জামান বাবু (শ্রীনগর সার্কেল) অস্ত্র উদ্ধার ও আটকের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদ্রাসা ঈদের ছুটিতে বন্ধ, সেই সুযোগে সন্ত্রাসিরা মাদ্রাসার একটি রুমে অবস্থান করছিল। পুলিশ মাদ্রাসা চারপাশ দিয়ে ঘিরে তাদেরকে গ্রেপ্তার করে। এই ঘটনায় শ্রীনগর থানায় অস্ত্র আইনে মামলার প্রস্ততি চলছে।