৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | বিকাল ৪:৪৪
শ্রীনগরে ডাকাতের অস্ত্রের আঘাতে আহত যুবকের মৃত্যু
খবরটি শেয়ার করুন:

শ্রীনগরে ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে আহত যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শুক্রবার বেলা ১১ টার দিকে ঢাকা সিটি হাসপাতালের আইসিইউতে বাবুল মুনি (৩৬) নামে ওই যুবকের মৃত্যু হয়।

গত বুধবার রাতে শ্রীনগর উপজেলার কামারগাও নয়াবাড়ী এলাকার মুনিপাড়ায় হিন্দু সম্প্রদায়ের ৫ টি বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আহত নারী-শিশু ও বাবুল সহ ওই বাড়ির ১০ জন জখম হয়। তাদের মধ্যে ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে মাথায় আঘাতপ্রাপ্ত বাবুল মুনি গতকাল মৃত্যু বরণ করে।

স্থানীয়রা জানায়, ওই পাড়ার বাবুল (৩৬), শরৎ (৩৪), বলাই (৬০), সোনাই (২৮) ও গোবিন্দ (৫৫) এর ঘরে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল ৫ টি পরিবার থেকে ৩৬ ভড়ি স্বর্ণালংকার ও নগদ সাড়ে ৪ লাখ টাকা লুটে নেয়। এঘটনায় মুনি পাড়ার প্রায় ৩৫ টি সংখ্যা লঘু পরিবারের মধ্যে আতংক বিরাজ করছে। এব্যাপারে শ্রীনগর থানার মামলা হয়েছে।

error: দুঃখিত!