২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ৪:৪৯
শ্রীনগরে একরাতে ৬ হিন্দু বাড়িতে ডাকাতি
খবরটি শেয়ার করুন:

উপজেলার কামারগাঁও নয়াবাড়িতে একইরাতে ৬টি হিন্দু বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতের হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটেয়েছে বলে জানান ভুক্তভোগীরা ।

স্থানীয় সূত্র জানায়, ডাকাত দল বাবুল গংদের বাড়ির লোকজনদের অস্ত্রের মুখে মারধর ও কুপিয়ে মারাত্মক জখম করে। এসময় ডাকাত দলটি প্রায় ৩৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ কয়েক লাখ টাকা লুটে নেয়।

এ ঘটনার সত্যতা স্বীকার করে সহকারী পুলিশ সুপার শামসুজ্জামান জানান,ডাকাতির ঘটনায় শ্রীনগর থানায় একটি মামলা হয়েছে। এঘটনায় আহতদের মধ্যে বাবুল নামে এক ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি হাসপাতালের আইসিওতে রাখা হয়েছে বলে জানা গেছে।

error: দুঃখিত!