মুন্সীগঞ্জের শ্রীনগরে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ জহিরুল ইসলাম (২৫) নামে এক বিক্রেতাকে র্যাব-১১ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার রাত ১০ টার দিকে উপজেলার ভাগ্যকূল এলাকা থেকে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জহিরুল একই গ্রামের মৃত আমির হোসেন মোল্লার ছেলে।
র্যাব সূত্র মতে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১ মুন্সীগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি মো. মাসুদ আনোয়ারের নেতৃত্বে অভিযান চালিয়ে জহিরুলকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
সূত্রঃ রামপাল নিউজ