মুন্সিগঞ্জ, ৯ মে, ২০২০, আমিনুল ইসলাম (আমার বিক্রমপুর)
করোনা মোকাবেলায় কর্মহীন ১৪’শত পরিবারের মধ্যে শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৯ মে) সকালে উপজেলার ঝুমুর হলের সামনে থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. তোফাজ্জল হোসেনের নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্টিত হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ ডালু, সাংগঠনিক সম্পাদক মো. নাজির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হানিফা মোহাম্মদ নোমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত সিকদার, সাংগঠনিক সোহেল শাহারিয়া, যুবলীগ নেতা সোহেল রাজ, মো. মামুন শেখ, ইস্রাফিল, জব্বার খান, রায়হান ইসলাম মিঠুন, ছাত্রলীগ নেতা মো. আসিফ প্রমুখ।