মুন্সিগঞ্জ, ১ আগষ্ট, ২০২১, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)
শোকাবহ আগস্টের প্রথম দিনে বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় মুন্সিগঞ্জে খাদ্য বিতরণ কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ।
আজ রোববার (১ আগস্ট) মুন্সিগঞ্জ জেলা শহরের সুপারমার্কেট এলাকায় দুস্থ-পথচারীদের মাঝে জেলা ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক হাসিব মো. রাফিউ, শহর ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক আকাশ শ্রাবণ হাওলাদার ও সদর উপজেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান সোহানের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
আয়োজকরা জানান, শোকাবহ আগস্ট উপলক্ষে মাসব্যাপী এই কর্মসূচি পালন করবে ছাত্রলীগ।
এসময় আরও উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম মাওলা তপন, জেলা পরিষদের সদস্য আরিফুর রহমান, গোলাম রসূল সিরাজী রোমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শেখ মনিরুজ্জামান রিপন, জেলা জাতীয় শ্রমিক লীগ আঞ্চলিক শাখার সভাপতি আবুল কাশেম,ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক উপ সম্পাদক আপন দাস, মুন্সিগঞ্জ পৌরসভার কাউন্সিলর মকবুল হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সজল আহমেদ মিতালী, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম পলাশ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি আই এইচ শান্তনুর প্রমুখ।