মুন্সিগঞ্জ, ২৮ সেপ্টেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিনে মুন্সিগঞ্জে যুব মহিলা লীগের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে মুন্সিগঞ্জ শহরের একটি কমিউনিটি সেন্টারে যুব মহিলা লীগের আহবায়ক মোরশেদা বেগম লিপী এই কর্মসূচির আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস।
এসময় অনান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্, মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মাওলা তপন, জেলা যুবলীগের সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, জেলা পরিষদের সদস্য গোলাম রসুল সিরাজী রোমান, জেলা পরিষদের সদস্য আরিফুর রহমান, মোল্লাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মহসিনা হক কল্পনা, হোসেন্দী ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল হক মিঠু, কাউন্সিলর জাকির হোসেন, মহিলা কাউন্সিলর নার্গিস আক্তার প্রমুখ।