১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৪:২৬
Search
Close this search box.
Search
Close this search box.
শিমুলিয়া লাইভ আপডেটঃ ঘাটে মানুষ, ফেরি নদীতে
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৯ মে, ২০২১, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে সকাল থেকেই দক্ষিণবঙ্গের ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। সকাল ৯টা পর্যন্ত ঘাটে জড়ো হয়েছেন হাজারো মানুষ। তবে মানুষের চাপ সামলাতে না পেরে ফেরিঘাট থেকে ফেরিগুলো সরিয়ে মাঝ নদীতে নোঙর করে রাখা হয়েছে।

আজ রোববার (৯ মে) শিমুলিয়া ঘাটে এই চিত্র দেখা যায়।

শিমুলিয়া ঘাটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিআইডব্লিউটিসি’র ব্যবস্থাপক (বাণিজ্যিক) মোহাম্মদ ফয়সাল জানান, সকালে ১১ টি অ্যাম্বুলেন্স নিয়ে ফেরি ফরিদপুর ছেড়ে গেছে। বর্তমানে ঘাটে সাড়ে ৩ পরিবহন ও বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স পারাপারের অপেক্ষায় রয়েছে।

এদিকে সকাল থেকেই ঈদে ঘরমুখো মানুষের ঢল ও করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাটের প্রায় ১ কিলোমিটার দূরে শিমুলিয়া ট্রাফিক পুলিশ বক্সের সামনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। তবে বিজিবির চেকপোস্ট ভেদ করেই ঘরমুখো মানুষ ফেরিঘাটে ভিড় করছে।

error: দুঃখিত!