১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সন্ধ্যা ৭:২৬
শিমুলিয়া ঘাটে চাপের মুখে আজও যাত্রী নিয়ে ছাড়লো ফেরি, বিজিবির চেকপোস্ট কাজে আসেনি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৯ মে, ২০২১, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে সকাল থেকেই দক্ষিণবঙ্গের ঘরমুখো মানুষের চাপ ছিলো। মানুষের চাপে বাধ্য হয়ে আজও ছেড়ে গেছে একটি ফেরি। এখনো ঘাট এলাকায় মানুষ জড়ো হচ্ছে।

আজ রোববার (৯ মে) সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে ফেরি শাহ পরাণ ৩ টি অ্যাম্বুলেন্স ও প্রায় ৩ হাজার যাত্রী নিয়ে শিমুলিয়া ঘাট ছেড়ে যায়।

এর আগে সকাল ৮টা’র দিকে কিছু সংখ্যক যাত্রী ও কয়েকটি অ্যাম্বুলেন্স নিয়ে ছেড়ে যায় ফেরি ফরিদপুর।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের সহকারী উপ মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, সকাল পৌঁনে ১০টা’র দিকে ৩ টি অ্যাম্বুলেন্স ও প্রায় ৩ হাজার যাত্রী নিয়ে ফেরি শাহ পরাণ ছেড়ে গেছে। লাশবাহী গাড়ি আসলে বিশেষ বিবেচনায় পার করা হবে।

তিনি জানান, বর্তমানে ঘাটে সাড়ে ৩’শ পরিবহন পারাপারের অপেক্ষায় রয়েছে। তবে ঘাটে যাত্রীদের চাপ নেই।

এদিকে সকাল থেকেই দক্ষিণবঙ্গগামী ঘরমুখো মানুষের ঢল ও করোনা ভাইরাসের সংক্রমণ রোধে শিমুলিয়া ফেরিঘাটের প্রায় ১ কিলোমিটার দূরে শিমুলিয়া ভাঙা চৌরাস্তার সামনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। তবে বিজিবির চেকপোস্ট ভেদ করেই ঘরমুখো মানুষ ফেরিঘাটে আসছে।

error: দুঃখিত!