২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ২:৪৮
শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে আবার ফেরি চলাচল বন্ধ
খবরটি শেয়ার করুন:

নানা অনিশ্চয়তায় শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে আবার ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে।

টানা ৮দিন পর বন্ধ থাকার পর পরিক্ষামূলকভাবে সচলের ৩দিনের মাথায় আবারো নাব্য সংকট ও পদ্মার ভাঙনের মুখে অনির্দিষ্টকালের জন্য শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি সার্ভিস বন্ধ হয়ে গেছে।

রোববার রাত ৯টার দিকে ঘাট কতৃপক্ষ অনিদিষ্ট কালের জন্য ফেরী চলাচল বন্ধ ঘোষনা করে।

বিষয়টি নিশ্চিত করে বিআইড্রাব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বানিজ্য) সাফায়েত আহমেদ জানান, ৮দিন বন্ধ থাকার পর শুক্রবার পরীক্ষামূলকভাবে চালু হলেও রাতে বন্ধ এবং দিনে সীমিত আকারে চলছিল ফেরি। এর মধ্যেই লৌহজং টার্নিংয়ের মুখে নাব্য সংকট দেখা দেয়ায় এখন চলছে ড্রেজিং। ছোট ফেরিও চলতে পারছে না। তাই দূর্ঘটনা এড়াতে ফেরি বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। বিকল্প রুটে যাত্রীদের যাতায়াতের নির্দেশনা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, নাব্য সংকটে এবং স্রোতে কয়েক মাস ধরে এই নৌপথে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছিল। গত ৩ সেপ্টেম্বর ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তার আট দিন পর ১১ সেপ্টেম্বর আবার পরিক্ষামূলক ভাবে ফেরি চলাচল শুরু হয়েছিলো।

error: দুঃখিত!