১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৯:৩৪
শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি পারাপার শুরু
খবরটি শেয়ার করুন:
ঘন কুয়াশায় কারণে প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি পারাপার শুরু হয়েছে। আজ সোমবার কুয়াশা কাটার পর সকাল সাড়ে নয়টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

শিমুলিয়ায় বিআইডব্লিউটিসি’র সহকারী মহা ব্যবস্থাপক খালিদ হোসেন জানান, কুয়াশায় দৃষ্টিসীমা কমে এলে সোমবার সকাল পৌনে সাতটার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল আবারও শুরু হয়।

শীত মৌসুমের কয়েকটি মাস প্রায় প্রতিদিনই কুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি এবং পাটুরিয়া-দৌলতদিয়াসহ বিভিন্ন নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বিঘ্নিত হয়।

error: দুঃখিত!