৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৭:৫০
শিক্ষা সফরে নিয়ে শিক্ষার্থীদের অপসংস্কৃতি শেখাচ্ছে ইয়াজউদ্দীন কলেজ (ভিডিওসহ)
খবরটি শেয়ার করুন:

নামকরণে ‘শিক্ষা সফর’ হলেও অাদতে শিখনীয় কোন বিষয় ছিলো না মুন্সিগঞ্জের স্বনামধন্য প্রফেসর ড. ইয়াজউদ্দীন অাহমেদ রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ থেকে অায়োজিত ২০১৮ সালের বার্ষিক শিক্ষা সফরে।

প্রাপ্তবয়স্কদের কাছে জনপ্রিয় ও বাঙ্গালী সংস্কৃতির সাথে সাংঘর্ষিক ঢাকার অদূরে নরসিংদী তে অবস্থিত ‘ড্রিম হলিডে পার্কে’ শিক্ষার্থীদের বিভিন্ন রাইডে চরিয়ে ‘শিক্ষা সফর’ সম্পন্ন করেছে কলেজ কতৃপক্ষ।

সোশ্যাল মিডিয়ায় কলেজের একজন শিক্ষার্থীর অাপলোড দেয়া একটি ভিডিওতে

দেখা যায় দ্রুত চিত্তাকর্ষক ভারতীয় হিন্দি ভাষার গানে কলেজের অধ্যক্ষ মেজর মোঃ তাওহিদুজ্জামান এর উপস্থিতিতেই উন্মাদ নাচছেন শিক্ষার্থীরা। এদের বেশিরভাগের বয়স ১৬-২১ এর মধ্যে।

মুন্সিগঞ্জের একজন প্রাক্তন শিক্ষক এটিকে ‘শিক্ষা সফর’ নামকরণের অাপত্তি তুলেছেন।

সাংবাদিক নির্মল হাসানের মতে, সরকারের নিয়ন্ত্রণ ও নির্দেশনা না থাকায় এ ধরনের স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নিতে অালোচনার প্রয়োজন মনে করেনা কলেজ কতৃপক্ষ। অার এটাকে অন্ধের মত সমর্থনও করেছে শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অভিভাবকরা। লক্ষ্য করার বিষয় হলো, আমাদের সামাজিক আচার-আচরণ, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক কর্মকাণ্ড ইত্যাদি সবকিছুতে বাধাহীনভাবে ঢুকে পড়েছে অপসংস্কৃতি।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দীন স্কুল এন্ড কলেজের একজন শিক্ষক বলেন, অপসংস্কৃতির প্রসার বন্ধ করতে হলে নিজেদের সংস্কৃতিকে সুন্দরভাবে উপস্থাপন করার ব্যবস্থা করতে হবে। আমাদের সংস্কৃতি এমনিতেই অত্যন্ত সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। কিন্তু অপসংস্কৃতির অব্যাহত প্রভাবে তা দিনে দিনে নিষপ্রভ হয়ে যাচ্ছে।

error: দুঃখিত!