৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | দুপুর ১২:৪১
Search
Close this search box.
Search
Close this search box.
শিক্ষার্থীদের তোপের মুখে এভিজেএম শিক্ষক মনোরঞ্জন, প্রতিষ্ঠান ছাড়লেন সেনা সহায়তায়
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৫ সেপ্টেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রবল তোপের মুখে পড়ে সেনা সহায়তায় বের হয়ে গেছেন মুন্সিগঞ্জ শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভ. গার্লস হাই স্কুলের (এভিজেএম) সহকারি শিক্ষক মনোরঞ্জন ধর।

বৃহস্পতিবার বিকালে শিক্ষক মনোরঞ্জন ধরের বিরুদ্ধে নানা অনিয়ম ও অপেশাদার আচরণের অভিযোগ তদন্তে এভিজেএম স্কুলে যায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। তখনই ওই শিক্ষককে অপসারণের দাবিতে স্কুল প্রাঙ্গনে অবস্থান নিয়ে নানারকম প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন শতাধিক শিক্ষার্থী। খবর পেয়ে অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অবস্থান নেন প্রতিষ্ঠানটির আশপাশে।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত হন। সকলের উপস্থিতিতে সন্ধ্যার দিকে সহকারি শিক্ষকের পদ থেকে সরে যাওয়ার জন্য প্রধান শিক্ষক বরাবর মনোরঞ্জন ধর আবেদন করেন বলে উপস্থিত সূত্র জানায়।

জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির দায়িত্বে থাকা সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হামিদুল ইসলাম বলেন, ‘কিছু দিন আগে ওই শিক্ষকের বিরুদ্ধে অপেশাদার আচরণ, কোচিং বাণিজ্য, প্রশ্ন ফাঁস, অসদাচরণসহ বেশ কিছু অভিযোগ লিখিত আকারে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কাছে দেন। পরে একটি তদন্ত কমিটি করে দেন জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন। আজকে ওই তদন্ত কমিটির প্রতিনিধি হিসাবে সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে অভিযোগকারীরাসহ প্রায় ২০ জন শিক্ষার্থীর বক্তব্য শুনেছি। এছাড়া অভিযোগগুলো নিয়ে অন্যান্যদের সাথেও কথা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন শীঘ্রই জমা দিবো।’

এ বিষয়ে কথা বলতে আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভ. গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক নুরে আলমের মোবাইল ফোনে কল করলে উনার পুত্র পরিচয়ে আবিদুর রহমান নিলয় নামে একজন বলেন, ‘ওই শিক্ষক আর মুন্সিগঞ্জে থাকতে চান না, এরকম একটি আবেদন প্রধান শিক্ষক বরাবর দিয়েছেন। আর একটি তদন্ত কমিটি যেহেতু কাজ করছে পরবর্তী সিদ্ধান্ত তারাই দিবেন।’

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!