মুন্সিগঞ্জ, ২৮ আগস্ট ২০২৪, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)
রাজধানী ঢাকায় সচিবালয়ের সামনে চাকরি জাতীয়করণসহ আনসার সদস্যদের বিভিন্ন দাবির আন্দোলনের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ, ষড়যন্ত্রকারী সাবেক ডিজিসহ সকলের বিচার ও প্রশাসনকে ফ্যাসিবাদ মুক্তা করার দাবিতে ‘প্রতিবাদ সমাবেশ’ কর্মসূচি পালন করেছে টংগিবাড়ী উপজেলার শিক্ষার্থীরা।
আজ বুধবার দুপুর ১ টার দিকে উপজেলা পরিষদ মাঠে এই কর্মসূচি পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া জাহিদ হাসান, আবু বকর , ফয়সাল, আব্দুস সামাদ, আতিক, শিশির আহমেদ, আজিম শিকদার, মারিয়া আক্তার, বিনয়, নাইম, হিমেলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।