শীর্ষ সন্ত্রাসী শাহজালাল মিজির মৃত্যুর খবরে মুন্সিগঞ্জ শহরবাসীর মধ্যে এখন স্বস্তি বিরাজ করছে।
তারা পুলিশ সুপার জায়েদুল অালম ফুয়াদের সাহসী পদক্ষেপ এর প্রশংসা করেছেন।
এর পূর্বের এসপি বিপ্লব বিজয় তালুকদার শাহজালালের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন।
মুন্সিগঞ্জ সুপার মার্কেটস্থ একজন চা দোকানদার ‘অামার বিক্রমপুর’ কে বলেন, ‘শাহজালালের পাপ জমে গেছিলো। সব কিছুর একটা লিমিট থাকে, ও ওর লিমিট ক্রস করে ফেলছিলো’
শাহজালালের হাত থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রলীগ, অাওয়ামীলীগ, বিএনপি সহ সর্বস্তরের মানুষ হামলার শীকার হয়েছেন। শাহজালাল ও তার বাহিনী ছিলো মুন্সিগঞ্জ বাসীর অাতঙ্ক।
২২ মামলার পলাতক ও ৭ মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি ছিলো শাহজালাল।
এত কিছু করেও শাহজালাল জেলা অাওয়ামীলীগের বিপদগামী কিছু নেতার প্রশ্রয়ে অপকর্ম করে বেরাচ্ছিলো। অার সদর থানার ওসির বিরুদ্ধেও শাহজালালকে প্রশ্রয় দেয়ার অভিযোগ ওঠে।
সর্বশেষ জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ অাওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এর সমর্থকদের উপর দিনদুপুরে অস্র নিয়ে হামলা চালায় শাহজালাল। সেই ঘটনায় পুলিশ তৎক্ষনাৎ কোন ব্যাবস্থা না নিতে পারলে বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে গড়ায়।
এ ঘটনার রেশ না কাটতেই শহর ছাত্রলীগের সাবেক সভাপতি বিপুল মাকসুদ এর উপর হামলা চালায় ‘শাহজালাল বাহিনী’। এ ঘটনায়ও পালিয়ে যেতে সক্ষম হয় শাহজালাল।
গুজব ছড়ায় শাহজালাল পঞ্চসার ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার কারেন্ট জাল ফ্যাক্টরিতে বসবাস করছেন। গোয়েন্দারা সেখানেও নজরদারি করেন।
এরপর ১২ফেব্রুয়ারি সন্ধ্যায় শহরজুড়ে ছড়িয়ে পড়ে শাহজালাল পুলিশের কবজায়। তবে পুলিশ বিষয়টি অস্বীকার করে। এরপর ১২ফেব্রুয়ারি দিনগত রাত ৩টার দিকে শাহজালালের সাথে পুলিশের বন্দুকযুদ্ধের খবর পাওয়া যায়। সকাল নাগাদ মুন্সিগঞ্জের গণমাধ্যমগুলো একে একে খবর প্রচার করতে থাকে শাহজালাল রাজত্বের করুণ পতনের।
তবে শাহজালালের দীর্ঘদিনের সহচররা এখনো পুলিশের ধরাছোয়ার বাইরে রয়ে গেছেন। এর মধ্যে অন্যতম সন্ত্রাসী তুহিন ও মানিক।