১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ৩:০৮
Search
Close this search box.
Search
Close this search box.
শারদীয় দুর্গোৎসব: মুন্সিগঞ্জে সেনাবাহিনীর ‘বিশেষ নিরাপত্তা’ তৎপরতা শুরু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৬ অক্টোবর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে মুন্সিগঞ্জে সেনাবাহিনীর ‘বিশেষ নিরাপত্তা’ তৎপরতা শুরু হয়েছে।

প্রায় প্রতিদিনই জেলার বিভিন্ন উপজেলার পূজা মন্ডপ পরিদর্শন করছে সেনাবাহিনীর টিম। এছাড়া যে কোন পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক প্রস্তুত রয়েছেন সেনাসদস্যরা।

মুন্সিগঞ্জে দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্ণেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দুর্গাপূজাকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে জেলার সকল উপজেলায় সার্বক্ষণিক বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এ বিষয়ে কারও কোন অভিযোগ থাকলে মুন্সিগঞ্জ সেনাবাহিনীর সাথে এই নাম্বারে যোগাযোগের অনুরোধ করা হয়েছে- ০১৭৬৯০৮২৭৯৮.

এছাড়া সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানাগুলোর সাথেও যোগাযোগের জন্য বলা হয়েছে।

error: দুঃখিত!