মুন্সিগঞ্জ, ৭ অক্টোবর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ প্রকৌশলী বিভাগের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে মুন্সিগঞ্জে মৌন মিছিল ও স্মরণ সভা কর্মসূচি পালন করেছে ছাত্রদল।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের সামনে থেকে শুরু হয় কর্মসূচি। এতে শতাধিক নেতাকর্মী অংশ নেয়। পরে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে নতুন দশ তলা ভবনের সামনে গিয়ে শেষ হয় কর্মসূচি।
কলেজ ছাত্রদলের আহবায়ক আশরাফুল ইসলাম অনিক কর্মসূচির নেতৃত্ব দেন।
এসময় বক্তারা বলেন, সারাদেশে নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাস প্রতিষ্ঠা করতে হবে। আর কোন আবরার ফাহাদের ঘটনা আমরা দেখতে চাই না।
এসময় আরও উপস্থিত ছিলেন, সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার থিয়েল, জেলা ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক সাফিল আস সামি, সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রনেতা হৃদয় সরকার প্রমুখ।
২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে আবরারকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগ নেতাকর্মীসহ তাদের সহযোগীরা। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে পরের দিন ৭ অক্টোবর চকবাজার থানায় হত্যা মামলা করেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ। মাত্র ৩৭ দিনে তদন্ত শেষ করে একই বছরের ১৩ নভেম্বর চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান।
বিচার শেষে ২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান রায় ঘোষণা করেন। আবরার হত্যা মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।