১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১:৪৮
Search
Close this search box.
Search
Close this search box.
লৌহজং ও টংগিবাড়ীতে চেয়ারম্যান হতে চান ৯ জন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২২ এপ্রিল ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজং ও টংগিবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে মনোনয়ন জমা দিয়েছেন ৯ জন। এর মধ্যে টংগিবাড়ীতে ৬ জন ও লৌহজংয়ে ৩ জন।

তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ দিনে গতকাল রোববার তারা মনোনয়ন জমা দেন। এছাড়া দুই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ১৪ জন।

লৌহজং উপজেলায় চেয়ারম্যান প্রার্থীরা হলেন-  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক বিএম শোয়েব এবং বেজগাও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য লাকী মল্লিক।

ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, যুবলীগ নেতা সলিমুল্লাহ খান সেন্টু ও সাবেক ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, মাকসুদা খানম, তানিয়া আফরোজ ও শামীমা খানম।

টংগিবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন ছয় জন। এরা হলেন- বর্তমান চেয়ারম্যান কাজী আবদুল ওয়াহিদ, প্রয়াত উপজেলা চেয়ারম্যান জগলুল হালদার ভুতুর পুত্র সদ্য পদত্যাগ করা দিঘিরপাড় ইউপি চেয়ারম্যান
আরিফুল ইসলাম হালদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমানের পুত্র গোলাম রাব্বানী শান্ত, সাবেক ভাইস চেয়ারম্যান রাহাত খান রুবেল, জেলা পরিষদের সাবেক সদস্য মাহবুর রহমান এবং কামারখাড়া ইউপির সাবেক সদস্য সাদেকুর রহমান দপ্তরী।

টংগিবাড়ীতে ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছেন তিনজন। এরা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান নাহিদ খান, উপজেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান ডিউক ও সাবেক ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ শেখ। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছেন চার জন। এরা হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাসিমা আক্তার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভীন, তার কন্যা ফারজানা হোসেন লিজা ও সাবেক জেলা পরিষদ সদস্য আকলিমা আক্তার।

জেলা নির্বাচন অফিসার এবং উপজেলা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ এসব তথ্য নিশ্চিত করে জানান, দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের তফসিল অনুযায়ী টংগিবাড়ী ও লৌহজং উপজেলায় সকল প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই হবে কাল ২৩ এপ্রিল। যাচাই- বাছাইয়ে বাদ পড়লে আপিল করা যাবে ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত। আর আপিল নিস্পত্তি হবে ২৭ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২ মে এবং ব্যালটপেপার পদ্ধতিতে ভোটগ্রহণ হবে আগামী ২১ মে।

error: দুঃখিত!