২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | সন্ধ্যা ৬:৫৩
লৌহজংয়ে চার ইউপি মেম্বারসহ শতাধিক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান
খবরটি শেয়ার করুন:

মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া বাজার সুপার মার্কেট মাঠে বঙ্গবন্ধুর ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ মাহফিল অনুষ্ঠান শেষে গতকাল শনিবার সন্ধ্যা ৬ টার দিকে দুই মহিলা ও দুই পুরুষ ইউপি মেম্বারের নেতৃত্বে বিএনপি-জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী-সমর্থক আওয়ামী লীগে যোগদান করেছেন।

মেদেনীমন্ডল ইউপির ৪, ৫, ৬ ওয়ার্ডের মেম্বার, ইউপি বিএনপির সাংস্কৃকিত সম্পাদক শারমিন আক্তার, ৭, ৮ ও ৯ ওয়ার্ডের মহিলা মেম্বার, মহিলাদল নেত্রী রেহেলা বেগম, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাশেম মাদবর ও ৭ নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, সাবেক মেম্বার রঞ্জু মিয়ার নেতৃত্বে নৌকা আকৃতির ফুলের তোড়া দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে মুন্সীগঞ্জ-২ আসনের

সংসদ সদস্য ও সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি কাছে যোগদান করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. তোফাজ্জল হোসেন তপন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. আব্দুর রশীদ শিকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যন ওসমান গণি তালুকদার, মেদেনীমন্ডল ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন খান প্রমুখ।

error: দুঃখিত!