মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া বাজার সুপার মার্কেট মাঠে বঙ্গবন্ধুর ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ মাহফিল অনুষ্ঠান শেষে গতকাল শনিবার সন্ধ্যা ৬ টার দিকে দুই মহিলা ও দুই পুরুষ ইউপি মেম্বারের নেতৃত্বে বিএনপি-জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী-সমর্থক আওয়ামী লীগে যোগদান করেছেন।
মেদেনীমন্ডল ইউপির ৪, ৫, ৬ ওয়ার্ডের মেম্বার, ইউপি বিএনপির সাংস্কৃকিত সম্পাদক শারমিন আক্তার, ৭, ৮ ও ৯ ওয়ার্ডের মহিলা মেম্বার, মহিলাদল নেত্রী রেহেলা বেগম, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাশেম মাদবর ও ৭ নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, সাবেক মেম্বার রঞ্জু মিয়ার নেতৃত্বে নৌকা আকৃতির ফুলের তোড়া দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে মুন্সীগঞ্জ-২ আসনের
সংসদ সদস্য ও সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি কাছে যোগদান করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. তোফাজ্জল হোসেন তপন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. আব্দুর রশীদ শিকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যন ওসমান গণি তালুকদার, মেদেনীমন্ডল ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন খান প্রমুখ।