মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খলাপাড়ায় উত্তম সরকারের বাড়িতে সরস্বতী পূজার প্রতিমা ভাঙচুর হয়েছে।
এই ঘটনার সময় এক এসএসসি পরীক্ষার্থীসহ চার জন আহত হয়েছে।
বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটে বলে জানা যায়।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইমন, ফয়সাল ও জহির নামে তিন যুবককে আটক করেছে পুলিশ। আহত পরীক্ষার্থী বৃহস্পতিবার পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
লৌহজং থানার ওসি আনিচুর রহমান জানান, বুধবার দিবাগত রাত ২টার দিকে শাহজালাল ও তার বাহিনীর ১৮-২০ জন সন্ত্রাসী খিদিরপাড়া ইউপির এই পূজা মণ্ডপে আসে। এ সময় তারা পূজা মণ্ডপের লোকজনের কাছে বিয়ার চায়। না পাওয়াতে তারা ক্ষিপ্ত হয়ে সরস্বতি প্রতিমা ভাঙচুর করে এবং লোকজনকে মারধর করে। এতে চার জন আহত হয়।
পুলিশ আটককৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।