২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১১:২০
লৌহজংয়ে সরকারি পুকুর ভরাটের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় সরকারি পুকুর ভরাট কাজের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে পুকুরের আকৃতি পরিবর্তন করা কেন অবৈধ ও বেআইনী ঘোষণা করা হবে না-জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন আদালত।

জনস্বার্থে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি এটিএম সাইফুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ নিষেধাজ্ঞাসহ রুল জারি করেন।

‘লৌহজংয়ে তিন কোটি টাকার পুকুর উপজেলা ভাইস চেয়ারম্যানের পেটে’ শীর্ষক সংবাদ মঙ্গলবার অামার বিক্রমপুরে প্রকাশিত হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, ঘোরদৌড় বাজার সংলগ্ন এলাকায় পরিত্যক্ত এই সরকারি পুকুরটি উপজেলা ভাইস চেয়ারম্যানসহ স্থানীয় একটি প্রভাবশালী মহল ভরাট করে মার্কেট র্নির্মাণের মাধ্যমে মোট অংকের বাণিজ্য করার পরিকল্পনা করছিল।

এ কাজের বৈধতা নিয়ে রিট করেন সুপ্রিমকোর্টের আইনজীবী অমিত দাশ গুপ্ত। পরে বিষয়টি শুনানি করে নিষেধাজ্ঞা ও রুল জারি করেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, বন ও পরিবেশ সচিব, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, জেলা প্রশাসক মুন্সিগঞ্জ, লৌহজং উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান জাকির হোসেন ব্যাপারী, নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাসহ সংশ্লিষ্টদেরকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই সরকারি পুকুর ভরাট কাজ সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন রিটকারি অ্যাডভোকেট অমিত দাশ গুপ্ত।
আদালতে রিটকারির পক্ষে ছিলেন অ্যাডভোকেট চঞ্চল কুমার বিশ্বাস ও মুনতাসীর মাহমুদ রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন মো. মোখলেসুর রহমান।

error: দুঃখিত!