মুন্সিগঞ্জে বাংলাদেশ মানবাধিকার কমিশনের সনদপত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মানবাধিকার কমিশন লৌহজং উপজেলা শাখার আয়োজনে শনিবার বিকেল ৫টার দিকে লৌহজং উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি।
বাংলাদেশ মানবাধিকার কমিশন লৌহজং উপজেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকিরের সভাপতিত্বে ও বাংলাদেশ মানবাধিকার কমিশন লৌহজং উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমান টুটুলের সঞ্চালনায় অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, লৌহজং উপজেলা চেয়ারম্যান ওসমান গণি তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফকির মো. আব্দুল হামিদ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খালেকুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশীদ শিকদার প্রমুখ।