অনেকদিন ধরে অসুস্থ আছেন গুণী চলচ্চিত্র নির্মাতা শহিদুল ইসলাম খোকন। গত (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় হঠাৎ তার অবস্থার অবনতি ঘটলে তাকে রাজধানীর উত্তরার বাংলাদেশ আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে আইসিইউতে রাখা হয়েছে।
এই সম্পর্কে খোকনের স্ত্রী জয় ইসলাম আজ সন্ধ্যায় জানান, ‘এই মুহূর্তে কিছুটা জ্ঞান আছে ওনার। বারবার প্রেশার উঠানামা করছে। বর্তমানে আইসিইউতে অক্সিজেনের মাধ্যমে শ্বাস নিচ্ছেন তিনি। তাকে আমরা লাইফ সাপোর্ট দিচ্ছি না। কারণ লাইফ সাপোর্ট দিলে ওনার অবস্থা আরো খারাপ হত। ডাক্তার বলেছেন, এখন কিছুই বলা যাচ্ছে না তবে ওনার অবস্থা ভালো না। তার জন্য আমি সবার কাছে দোয়া চাইছি’।
জীবন্ত কিংবদন্তি পরিচালক শহীদুল ইসলাম খোকন অনেকদিন যাবত ‘মটর নিউরো ডিজিস’ (এএলএস)-এ আক্রান্ত। ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর খোকনকে উন্নত চিকিৎসার জন্য আমেরিকায় নেওয়া হয়। তিনি বাংলাদেশ পরিচালক সমিতির সাবেক সভাপতি। ‘ভন্ড’, ‘ঘাতক’, ‘ম্যাডাম ফুলি’, ‘পালাবি কোথায়’, ‘লাল সবুজ’সহ অসংখ্য ব্যবসা সফল ছবি পরিচালনা করেছেন তিনি। তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘রক্তের বন্দি’। নায়ক রুবেলকে নিয়ে নির্মাণ করেন ‘লড়াকু’, ‘বীরপুরুষ’, ‘বজ্রমুষ্টি’, ‘বিপ্লব’, ‘অকর্মা’, ‘সতর্ক শয়তান’, ‘বিষদাঁত’, ‘টপ রংবাজ’, ‘উত্থান পতন’ ইত্যাদি।