২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ১১:৫৬
লবণ নিয়ে গুজব; মুন্সিগঞ্জে ১৪ জনকে আটক করলো পুলিশ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ১৯ নভেম্বর, ২০১৯, আরাফাত রায়হান সাকিব (আমার বিক্রমপুর)

লবণের দাম নিয়ে গুজব রটনা ও অধিক দামে বিক্রির অভিযোগে মুন্সিগঞ্জ বাজার হতে ১৪ জনকে আটক করেছে আইনশৃংখলা বাহিনী।

এর মধ্যে ১৩ জন ব্যবসায়ী ও একজন ক্রেতা রয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আইনশৃংখলা বাহিনীর সদস্যদের অভিযানে তাদের আটক করা হয়।

অভিযানের সময় ১৭বস্তা লবণ জব্দ করা হয়েছে। প্রতিবস্তায় রয়েছে ২৫প্যাকেট লবণ।

মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, অতিরিক্ত দামে লবণ বিক্রি করায় ১৩জন বিক্রেতা ও গুজব রটনায় একজন ক্রেতাকে আটক করা হয়েছে।

অপরদিকে বিকালে সদর উপজেলার মুক্তারপুর এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় লবণের দাম বৃদ্ধীর ঘটনায় ২ দোকানীকে যথাক্রমে ১০ হাজার ও ৩ হাজার মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হ্যাপি দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

error: দুঃখিত!