২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ১:১১
সরকারি হরগঙ্গা কলেজে নবীন বরণ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ২০ নভেম্বর, ২০১৯, আরাফাত রায়হান সাকিব (আমার বিক্রমপুর)

“আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি মালা, নবীন ধানের মঞ্জরী দিয়ে সাজিঁয়ে এনেছি ডালা” কবিতাংশকে প্রতিপাদ্য করে মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী সরকারী হরগঙ্গা কলেজে সম্মান শ্রেণীর ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯নভেম্বর) কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।

পুরো অনুষ্ঠানটি ফেইসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করে ‘আমার বিক্রমপুর’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এড. মৃণাল কান্তি দাস।

বক্তব্যে তিনি শিক্ষার্থীদের বলেন, নতুন প্রজন্ম আগামী দিনে দেশকে নেতৃত্ব দিবে, তাই নতুন প্রজন্ম ও শিক্ষাথীদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষত অর্জন করে দেশ উন্নয়নে এগিয়ে আসতে হবে। আর এই জন্য আওয়ামী লীগ সরকার আগামী প্রজন্মকে নৈতিক শিক্ষা, জনগনের প্রতি দায়িত্ব গ্রহণের জন্য, জ্ঞান অর্জনের জন্য যুগোপযোগী শিক্ষা নীতি গ্রহণ করেছে।

তিনি এসময় আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে যদি কেউ সন্ত্রাসী কর্মকান্ড করতে চায় তাহলে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিরোধ করতে হবে। সারাবিশ্বকে অবাক করে দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের পাঠ্য বই পৌছে দিচ্ছে যা বিশ্বের বুকে বিরল।

কলেজের অধ্যক্ষ আব্দুল হাই তালুকদারের সভাপতিত্বে ও সহকারি অধ্যাপক নাজমুল হোসাইনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) খান মোঃ নাজমুস শোয়েব, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সুভাস চন্দ্র হীরা, সরকারি হরগঙ্গা কলেজের উপাধ্যক্ষ নাছিমা আক্তার, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মুক্তার হোসেন, ফরিদা বেগম।

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আসাদুজ্জামান সোহেল, উপ-আইন বিষয়ক সম্পাদক আপন দাস, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পাভেল, সহ সভাপতি মাকসুদ হোসেন, দপ্তর সম্পাদক শিহাব আহমেদ, ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক হাসিব মোঃ রাফিউ, মিরকাদিম পৌর ছাত্রলীগের সভাপতি খালিদ মাহমুদ রকি, টংগিবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হাসান খান, লৌহজং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনয় হাসান বেপারী, শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি তর্ণক লিজু, শ্রীনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি, হরগঙ্গা কলেজ শাখা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ রাব্বি, গজারিয়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রাশেদুল আমিন জনি, শাকিল আহমেদ প্রমুখ।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীত শিল্পী তানজির তুহিনের নতুন ব্যান্ড আভাস।

error: দুঃখিত!