১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | দুপুর ২:০৬
লঞ্চডুবিতে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় মুন্সিগঞ্জে কোরআন খতম, দোয়া ও মিলাদ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩ জুলাই, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

বুড়িগঙ্গায় মুন্সিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া মর্ণি বার্ড লঞ্চডুবির ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় মুন্সিগঞ্জের রামপালে কোরআন খতম, দোয়া, মিলাদ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে রামপালের বল্লালবাড়ী এলাকায় সমাজসেবক পারভেজ বেপারীর নিজ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

এসময় লঞ্চডুবিতে মৃত পারভেজ বেপারীর বাল্যবন্ধু কাকন আহমেদ,মুন্সিগঞ্জ ৩ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট মৃণাল কান্তি দাস ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন এর জন্যও দোয়া চাওয়া হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন র‍্যাব ১১ এর ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান, বল্লালবাড়ী পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী সানাউল্লাহ বেপারী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চিস্তিয়া বেপারী, সাবেক ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য বাবুল দেওয়ান, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সহ সভাপতি রনি শেখ, জেলা মৎসজীবী লীগ এর সাধারণ সম্পাদক রাসেল পোদ্দার, ছাত্রলীগ নেতা পলাশ বেপারী, মাহবুব শেখ প্রমুখ।