শ্রীনগর উপজেলার মধ্য কামাড়গাও গ্রামে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল গুলি ও বিয়ারসহ ৫ জনকে গ্রেফতার করেছে র্যার-১১।
গোপন সংবাদের ভিত্তিতে কামাড়গাও গ্রামের শফি মুক্তা ভিলা দক্ষিণ-পূর্ব পার্শ্বের পশ্চিম দুয়ারী কক্ষের ভিতরে অভিযান চালিয়ে রাহাত হোসেন স্বপন (২৫) নামের যুবককে ১টি বিদেশী পিস্তল ও ১ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়।
এদিকে একই স্থান হতে ১৫ পিছ বিয়ারসহ আনোয়ার হোসেন সজিব(২৬) , রাহাত হোসেন (২৫), আমানউল্লাহ (২০), গোলাম হোসেন, মোঃ নিশাত (১৮) কে গ্রেফতার করে র্যাব। তারা শ্রীনগর উপজেলার মধ্যকামারগাঁও গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় র্যাবের ডিএডি আব্দুল মোতালেব বাদী হয়ে শ্রীনগর থানায় একটি মামলা দায়ের করেছেন।