গুরুতর অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে থাকা ছাত্রনেতা মাহমুদ রিয়াদের দোয়া প্রার্থনায় ফেইসবুকে সরব রয়েছেন তার অগণীত ভক্ত, রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও অনুসারীরা।
অাজ ৫ফেব্রুয়ারি রিয়াদের অসুস্থতার বিষয়টি ফেইসবুকে জানাজানি হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।
অামার বিক্রমপুর সহ মুন্সিগঞ্জের কয়েকটি গণমাধ্যম রিয়াদের দোয়া প্রার্থনা করে সংবাদও প্রকাশ করে।
তার জন্য দোয়া চেয়ে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি অাকরাম শেখ মানিক তার ফেইসবুক ওয়ালে লিখেছেন- আইসি ইউতে আছেন প্রানপ্রিয় গুরু। ফিরে আসেন আমার ভাই-ফিরে আসেন আমার আত্মার পরম আত্মীয়। ভয় নাই গুরু।রাজপথের লড়াকু সৈনিক আপনি, এবারো জয়ী হবেন ইনশা আল্লাহ্। আল্লাহ্ তুমি সহায় হও। সাবেক নন্দিত ছাত্রলীগ নেতা, মুজিব রনাঙ্গনের কিংবদন্তী,
পরম শ্রদ্ধাভাজন Mahmud Riyadh ভাইকে, আল্লাহ্ দ্রুত আমাদের মাঝে সুস্থ করে ফিরিয়ে দিন,
আমিন।
সাংবাদিক ও অালোকচিত্রী রাজিব পাল রনি লিখেছেন- আমার প্রিয় মানুষ সাবেক ভিপি মাহমুদ রিয়াদ ভাই গুরুতর অসুস্থ। বন্ধুরা দোয়া ও আশির্বাদ করবেন তিনি সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে।
টংগিবাড়ী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান লিখেছেন, সরকারি হরগঙ্গা কলেজের সাবেক ভিপি ও জিএস। স্বচ্ছ, পরিচ্ছন্ন ও মেধাবী ছাত্রনেতা। ছাত্রসমাজের অতি আপন ও সকলের প্রিয়। শ্রদ্ধেয় বড় ভাই মাহমুদ রিয়াদ ভাই আজ ব্রেন স্ট্রোক করে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি আছেন। সকলে দোয়া করবেন ভাই যাতে সুস্থ হয়ে তাড়াতারি আমাদের মাঝে ফিরে আসেন।