মুন্সিগঞ্জ সদরের রামপাল কলেজে সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত হয়ে গেলো ‘জীবনের জয়গান’ উৎসব।
শনিবার রামপাল কলেজ মাঠে মানুষের জন্য ফাউন্ডেশন, কিশোর আলো ও প্রথম আলো বন্ধুসভা সম্মিলিতভাবে এই ‘সম্প্রীতি’ কার্যক্রম পরিচালনা করে।
আয়োজকরা জানান, অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্য, নিরাপদ ইন্টারনেট ব্যবহার ও ক্যারিয়ার গঠন নিয়ে পরামর্শ, অণুপ্রেরণাদায়ী বক্তব্য, জাদু প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কনসার্ট অনুষ্ঠিত হয়।
কনসার্টের আগে জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠান শুরু করে আয়োজকরা। এসময় মুন্সিগঞ্জের স্থানীয় শিশু শিল্পীরা গান, ছড়া ও নৃত্য পরিবেশন করেন।
কনসার্টে গান পরিবেশন করে ২০০২ সালে জন্ম নেয়া জনপ্রিয় বাংলা গানের ব্যান্ড চিরকুট।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের জন্যও ছিলো পর্ব। তাদেরকে দেশত্ববোধক গান পরিবেশনের আহবান করেন উপস্থাপক। এতে অংশ নিয়ে পুরষ্কার হিসেবে কিশোর আলোর ফ্রি কপি পাওয়ার সুযোগ পায় তারা।