মুন্সিগঞ্জ, ১৯ মার্চ, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের রামপালে আলহাজ্ব হুজুর দেওয়ান মোহাম্মদ সাইদুর রহমান চিশতী সাইদাবাদীর রামপাল দরবার শরীফের বার্ষিক ইসলামী জলসা ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৯ মার্চ) সদর উপজেলার রামপাল ইউনিয়নের দেওয়ান বাড়ী মাঠে শুক্রবার বাদ আছর থেকে শুরু হয়ে মধ্য রাত পর্যন্ত দ্বীনি আলোচলা চলে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক সাংসদ আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
এছাড়াও অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, রামপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাচ্চু শেখ, সিপাহী পাড়া ব্যবসায়ী কমিটির সভাপতি মনির হোসেন।
আখেরী মোনাজাত করেন চিশতীয়া সাইদিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুজুর দেওয়ান মোহাম্মদ সাইদুর রহমান চিশতী সাইদাবাদী। কোরআন ও হাদিস থেকে প্রধান বক্তার আলোচনা করেন, বাংলাদেশ রেডিও টিভির ভাষ্যকার আলহাজ্ব হযরত মাওলানা ক্বারী মো. হাবিবুল্লাহ বেলালী।