হঠাৎ করেই উত্তপ্ত হয়ে পড়েছে মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়ন পরিষদের নির্বাচন।
টানা কয়েকদিন ধরে পাল্টাপাল্টি অভিযোগের পর অাজ ৪ই মে দিনভর সেখানে বেশ কিছু সহিংস ঘটনা ঘটেছে।
সকাল ১১টা’র দিকে রামপাল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহেদ মীর (৩১) এর উপর অাকস্মিক হামলা করা হয়। এতে তিনি অাহত হয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নেন। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জাহেদ মীর ‘অামার বিক্রমপুর’ কে জানান, সকাল অানুমানিক ১১টা’র দিকে উত্তর কাজী কসবায় অাওয়ামীলীগ প্রার্থী মোশাররফ মোল্লার একটি অস্থায়ী ক্যম্পে তিনি সহ কয়েকজন ছাত্রলীগ কর্মী বসেছিলেন। এমন সময় স্বতন্ত্র প্রার্থী বাচ্চু শেখ সহ স্থানীয় মনির শেখ, শাকিল মাদবর, সেলিম শেখ সহ কিছু উশৃঙ্খল যুবক তাকে সহ ছাত্রলীগ কর্মী সাগর (২২) কে ব্যপক মারধর করে।
স্বতন্ত্র প্রার্থী বাচ্চু শেখ এসময় পিস্তলের বাট দিয়ে তার মাথায় অাঘাত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায়।
এদিকে, রাত সাড়ে ৯টা’র দিকে রামপাল ইউনিয়ন অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাকিম বেপারী’র বাড়িতে হামলা করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বাচ্চু শেখের অনুগত ক্যডাররা।
হাকিম বেপারী ‘অামার বিক্রমপুর’ কে বলেন, কুখ্যাত সন্ত্রাসী ও একসময়ের ডাকাত বাহিনীর প্রধান সিটি বাচ্চু মাইকে ঘোষনা দিয়ে অামার বাড়িতে হামলা চালায়। এসময় তার ক্যডাররা বোমা ফাটিয়ে অাতঙ্ক তৈরি করে।
এরপরে রাত ১০টা’র দিকে অাওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী মোশাররফ মোল্লার বাসা সংলগ্ন ইউনিয়নের হাতিমাড়া চৌরাস্তায় মোটরসাইকেলের বহর নিয়ে কয়েক রাউন্ড ফাকা গুলি ছোড়ে বাচ্চু শেখের ক্যডাররা। তারা এসময় মোশাররফ মোল্লার বাড়িতেও হামলার চেষ্টা করে। একপর্যায়ে ব্যর্থ হয়ে ফিরে যায় তারা।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে রামপাল ফাড়ির ইনচার্জ এসঅাই বিকাশ জানান, ‘পরিস্থিতি মোকাবেলায় এসব ঝুঁকিপূর্ণ স্থান গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
এসব ঘটনার বিষয়ে অাওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী মোশাররফ মোল্লা ‘অামার বিক্রমপুর’ কে বলেছেন তিনি ‘সিটি বাচ্চু’ খ্যাত বাচ্চু শেখের সন্ত্রাসী কর্মকান্ডের ব্যপারে নির্বাচন কমিশনে অাগামীকাল লিখিত অভিযোগ দিবেন। প্রশাসনকেও এ ব্যাপারে পদক্ষেপ নিতে তিনি অাহবান জানান।