৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৯:১৩
রাত পোহালেই মুন্সিগঞ্জের শেষ ধাপের ইউপি ভোট
খবরটি শেয়ার করুন:

ডেক্স রিপোর্টঃ অার মাত্র কয়েকটি ঘন্টার অপেক্ষা। এরপরেই শুরু হচ্ছে পঞ্চম ধাপের ইউপি নির্বাচন। এই ধাপেই শেষ হয়ে যাবে মুন্সিগঞ্জে ইউপি ভোটের পর্ব।

ইতোমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌছে গেছে ব্যালট সহ প্রয়োজনীয় সরঞ্জাম। সকাল ৮টায় ভোটগ্রহন শুরু করতে রাত পর্যন্ত কেন্দ্র সাজাতে দেখা গেছে প্রিজাইডিং অফিসার ও তার সহযোগীদের।

কেমন হতে যাচ্ছে অাগামীকালকের নির্বাচন এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতুহল রয়েছে। কারো কারো মতে ভোট হবে ব্যাপক সহিংস। এতে বিগত নির্বাচনগুলোর মত ক্ষমতাসীনরা জয় পেতে সর্বাত্মক চেষ্টা চালাবে। অাবার কারো মতে, প্রশাসন কৌশলগত কারনে সহিংসতা রোধ করতে কঠোর ভূমিকায় থাকবে।

যেমনটা দেখা গেছে গত ৭ইমে অনুষ্ঠিত হয়ে যাওয়া নির্বাচনে।

সেখানে প্রশাসন কঠোর হাতে সহিংসতা রোধ করতে সফল হয়েছে।

তাই অাগামীকালকের মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া উপজেলার ইউপি নির্বাচন সুষ্ঠু হতে পারে বলেই নির্বাচন বিশ্লেষকদের ধারনা।

অাবার বিগত নির্বাচনে নৌকার প্রার্থীদের ভরাডুবিতে প্রশাসন চাপে থাকায় এবার হয়তো কিছুটা ছাড় পাবেন অাওয়ামীলীগের প্রার্থীরা। এমনটাই ধারনা সাধারন মানুষের।

error: দুঃখিত!