সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সাহসের সংকট রয়েছে। রাজনীতি করতে হলে সাহস লাগে।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধির বিষয়ে বিআরটিএ ও মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শনের সময় এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না, এটা সঠিক নয়। তারা ভয় কে জয় করতে পারে না। রাস্তার মতো আজ বিএনপির বেহাল দশা।
মন্ত্রী আরো বলেন, সরকারের নিয়মের বাইরে ভাড়া আদায় করা হলে চালক ও বাস মালিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্ত্রী এ সময় বিভিন্ন পরিবহণের ভাড়া আদায়ের অভিযোগ শোনেন। যে সব বাস বেশি ভাড়া আদায় করছে তাদেরকে অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার নির্দেশ দেন।
তিনি বলেন, বিআরটিএ জনবলের অভাবে সঠিক দায়িত্ব পালন করতে পারছে না। তবে তাদের ভুমিকা স্বচ্ছ নয়। বিআরটিএ কর্মকর্তাদের যেখানে বদলি করা হয়, সেখানেই গিয়ে তারা দুর্নীতিতে জড়িয়ে পড়েন।
মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমান ভূইয়া, অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল ইসলাম ও বিআরটিএর উপ পরিচালক আবদুল কুদ্দুস।