২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৩:১৩
রাজধানীতে অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ আটক ২
খবরটি শেয়ার করুন:

রাজধানীর পল্লবীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভয়েজওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

রোববার ভোরে পল্লবীর ১১ নম্বর সেকশনের ডি ব্লকের একটি ফ্লাট থেকে তাদের আটক করা হয়।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মঈনুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে আট নম্বর রোডের ৪ নম্বর বাড়ির অষ্টম তলার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। ওই ফ্ল্যাট থেকে সাতটি গেটওয়ে, দুইটি সিপিইউ, সাড়ে তিন হাজার পিস সিমকার্ড  ও আরো যন্ত্রপাতিসহ মাহমুদ ও তুহিন নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।

error: দুঃখিত!