৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ৮:২৩
যে প্রতীক পেলেন মুন্সীগঞ্জের ২ পৌরসভা নির্বাচনের প্রার্থীরা
খবরটি শেয়ার করুন:

ডেস্ক নিউজ:  মুন্সীগঞ্জে দুটি পৌর নির্বাচনের প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন । সোমবার সকাল ১১ ঘটিকা থেকে শুরু করে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত এ প্রতীক বরাদ্দ করে নির্বাচন কমিশন ।

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রিটানিং কর্মকর্তা ফজলে আজীম মুন্সীগঞ্জ পৌরসভার প্রতীক ঘোষনা করে । এতে মুন্সীগঞ্জ পৌরসভার বিএনপি মনোনিত প্রার্থী একে এম ইরাদত মানু ধানের শীষ ,আ”লীগ মনোনিত প্রার্থী ফয়সাল বিপ্লব নৌকা প্রতীক,  আ”লীগের বিদ্রোহী প্রার্থী রেজাউল ইসলাম সংগ্রাম মোবাইল ফোন, ইসলামী আন্দোলনের মজিবুর পেয়েছেন হাতপাখা মার্কা ।

অপরদিকে জেলা নির্বাচন অফিসে মিরকাদিম পৌরসভার আ”লীগের মনোনিত প্রার্থী শহিদুল ইসলাম শাহীন পেয়েছেন দলীয় প্রতীক নৌকা মার্কা, বিএনপি মনোনিত প্রার্থী সামছুর রহমান দলীয় প্রতীক ধানের শীষ , আ”লীগের বিদ্রোহী প্রার্থী মনছুর আহাম্মেদ কালাম পেয়েছেন মোবাইল ফোন, ইসলামী আন্দোলনের প্রার্থী আ:গফুর মিয়া পেয়েছেন দলীয় প্রতীক হাতপাখা, জাতীয় পার্টির রেনু পেয়েছেন বাইসাইকেল মার্কা ।

এছাড়া দুটি পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর এবং সাধারন কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয় । জেলা রির্টানিং কর্মকর্তা ফজলে আজীম জানান, আজকে দুটি পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে । রবিবার (১৩ই ডিসেম্বর) মুন্সীগঞ্জ পৌরসভার একজন মেয়রপ্রার্থী ও ৫ জন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন । অপরদিকে মিরকাদিম পৌরসভার একজন মেয়র প্রার্থী ও ৬জন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেন ।

error: দুঃখিত!